কল্যাণী দেবী (১৯২১–১৭-১১-১৯৮২)। সুজাতা নামে খ্যাত মহিলা ঔপন্যাসিক। রচিত গ্ৰন্থ : ‘বেহাগে বাহার’, ‘অপরাজিত’, ‘দ্বিতীয় রহিত’ ইত্যাদি। এছাড়া নাটক, ভ্ৰমণ কাহিনী, চিত্ৰনাট্যও রচনা করেছেন। অভিনয়েও সুনাম ছিল। হলদিয়ার এক হোটেলে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু।
পূর্ববর্তী:
« কল্যাণ জয়ন্ত
« কল্যাণ জয়ন্ত
পরবর্তী:
কল্যাণী ভট্টাচাৰ্য »
কল্যাণী ভট্টাচাৰ্য »
Leave a Reply