কল্যাণ জয়ন্ত (১৯৩০ – ১২.১১.১৯৮০) টেবিল টেনিস খেলোয়াড়। ১৯৪৯ থেকে ১৯৫২ খ্রী. টানা চার বছর বাংলা জাতীয় টেবিল টেনিসে যে চ্যাম্পিয়ন হয় তাতে তার যথেষ্ট অবদান ছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে জাতীয় চ্যাম্পিয়ন হন (১৯৫০ ও ১৯৫২ খ্রীঃ)। তাছাড়া রণবীর ভাণ্ডারীকে জুড়ি নিয়ে জাতীয় ডাবলস খেতাব পান চার বছর (‘৫০, ‘৫১, ‘৫২, ‘৫৬)। ১৯৫২ খ্রী. বোম্বাইয়ে বিশ্ব টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হন জাপানের সাটো। কয়েকদিন বাদে ঐ সাটোকেই তিনি পরাজিত করেন। একাধিকবার তিনি এশিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেন।
পূর্ববর্তী:
« কলিয়ান হরাম
« কলিয়ান হরাম
পরবর্তী:
কল্যাণী দেবী »
কল্যাণী দেবী »
Leave a Reply