করুণাশ্ৰীমিত্ৰ। আচার্য করুণাশ্ৰীমিত্ৰ সোমপুর (বর্তমান পাহাড়পুর) বিহারে বাস করতেন। তিনি বৌদ্ধযতি বিপুলশ্রমিত্রের পরমগুরুর গুরু ছিলেন। ধর্মপালের ৮ম শতকে সোমপুর বা শ্ৰীধৰ্মপালদেব মহাবিহার প্রতিষ্ঠিত হয়। তার খ্যাতি ভারত ও বহির্ভারতের বৌদ্ধজগতে শীর্ষস্থান অধিকার করেছিল। অনুমান একাদশ শতকের কোন এক সময় বঙ্গাল সৈন্যরা সোমপুর অগ্নিদগ্ধ করে এবং সেই অগ্নিতে তাঁর মৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« করুণাশঙ্কর ভট্টাচার্য
« করুণাশঙ্কর ভট্টাচার্য
পরবর্তী:
কলিয়ান হরাম »
কলিয়ান হরাম »
Leave a Reply