করুণাশঙ্কর ভট্টাচার্য (১৯১০ – ১৯৭৮) প্রখ্যাত খেলোয়াড়। ছাত্রাবস্থায় বহরমপুরে তার ফুটবল খেলা দেখে উমেশচন্দ্ৰ (দুঃখীরাম) মজুমদার তাকে নিজের। এরিয়ান ক্লাবে খেলার জন্য কলিকাতায় নিয়ে আসেন। (১৯২৭)। ১৯৩১ খ্রী. থেকে মোহনবাগানে খেলতে শুরু করেন। ১৯৩৩ খ্রী. ভারতীয় দলের সঙ্গে সিংহলে যান। সেখানে ভারত বনাম সিংহলের আন্তর্জাতিক খেলাটিতে তার দেওয়া গোলে ভারত জয়ী হয়। ১৯৩৮ খ্রী. তারই অধিনায়কত্বে আই.এফ.এ দল অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল।
পূর্ববর্তী:
« করুণাময়ী
« করুণাময়ী
পরবর্তী:
করুণাশ্ৰীমিত্ৰ »
করুণাশ্ৰীমিত্ৰ »
Leave a Reply