করুণাময়ী (?—১৫.৫.১২৯৭ বঙ্গাব্দ) লেগো-বাঁকুড়া। স্বামী-সঙ্গীতশিল্পী রমাপতি বন্দ্যোপাধ্যায়। ন্যায়শাস্ত্ৰজ্ঞ মাতুলের কাছে সংস্কৃত ও বাংলা ভালভাবে শেখেন। বিবাহিত জীবনে বহু বাংলা ও কয়েকটি সংস্কৃত গান রচনা করেন। তার ৯টি গান স্বামিকৃত ‘মূল সঙ্গীতাদর্শ’ গ্রন্থে প্ৰকাশিত হয়। সঙ্গীত-রচনার জন্য তিনি বর্ধমান রাজসভা থেকে বৃত্তি পেতেন। গানে, সেতার ও পাখোয়াজ বাজনায় দক্ষ ছিলেন। স্বামী-স্ত্রী উভয়ে একসঙ্গে গান রচনা ও চর্চা করতেন। সাধারণত স্বামীর রচিত গানের বিপরীত ভাবের গান তিনি রচনা করতেন। স্ত্রী-শিক্ষাবিস্তারে আগ্রহী ছিলেন। শেষ-জীবনে শিক্ষিকার কাজও করেন। সুগৃহিণী ছিলেন এবং টোটকা চিকিৎসাও করতেন। ‘সঙ্গীতবোধ’ ও ‘গীতরত্নাবলী’ গ্রন্থে তার রচিত কয়েকটি গান স্বামী রমাপতির বলে উল্লেখ করা হয়েছে।
পূর্ববর্তী:
« করুণাময় সরস্বতী
« করুণাময় সরস্বতী
পরবর্তী:
করুণাশঙ্কর ভট্টাচার্য »
করুণাশঙ্কর ভট্টাচার্য »
Leave a Reply