করুণানিধান বন্দ্যোপাধ্যায় (১৯৮১১-১৮৭৭–৫-২-১৯৫৫) শান্তিপুর-নদীয়া। ১৯০২ খ্ৰী. বি.এ. পাশ করে স্কুলের শিক্ষকতা করেন। ছাত্রজীবনে রচিত দেশপ্রেমোজ্জ্বল প্ৰথম কাব্য ‘বঙ্গ-মঙ্গল’ (১৯০১) বিনা নামে প্ৰকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থ : ‘প্ৰসাদী’, ‘ঝরাফুল’, ‘শান্তিজল’, ‘শতনরী’, ‘রবীন্দ্র-আরতি’ প্রভৃতি। রোমান্টিক রবীন্দ্ৰানুসারী কবি। ১৯৫১ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ‘জগত্তারিণী পদক’ দ্বারা সম্মানিত করে।
পূর্ববর্তী:
« করুণাকণা গুপ্তা
« করুণাকণা গুপ্তা
পরবর্তী:
করুণাময় সরস্বতী »
করুণাময় সরস্বতী »
Leave a Reply