করম শা (?–১৮১৩)। ফকির করম শা। ১৭৭৫ খ্রী. সুসঙ্গ পরগনায় এসে সেখানকার গারো ও হাজংদের সাম্যভাবমূলক বাউল ধর্মে দীক্ষিত করেন। প্রকৃতপক্ষে ১৮০২ খ্ৰী. গারো ও হাজংদের এই সাম্যভাবমূলক ও সত্যসন্ধানী সম্প্রদায়কে ময়মনসিংহের ইংরেজ কালেক্টর ‘পাগলপন্থী’ বলে প্ৰথম উল্লেখ করেন। পরবর্তী কালে এই পাগলপন্থী সম্প্রদায় জমিদার গোষ্ঠীর শোষণ ও উৎপীড়নের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ বিদ্রোহ করেছিল। করম শা’র পুত্র টিপু পাগলপন্থী প্রজাবিদ্রোহের অন্যতম নায়ক।
পূর্ববর্তী:
« কমলাকান্ত ভট্টাচার্য
« কমলাকান্ত ভট্টাচার্য
পরবর্তী:
করিম খাঁ »
করিম খাঁ »
Leave a Reply