কমলা ঝরিয়া (১৯০৬–২০-১২-১৯৭৯)। বিহারের ঝরিয়া শহরে জন্ম। সঙ্গীত-শিল্পী। পৈতৃক পদবী-সিংহ। দশ বছর বয়সে তার গানের গলা শুনে ঝরিয়ার রাজা গান শেখার ব্যবস্থা করে দেন। প্ৰথম শিক্ষা সভা-গায়ক শ্ৰীনাথ দাস নদীর কাছে। পরে ওস্তাদ জমিরুদ্দীনের কাছে মাগসঙ্গীত শিক্ষা করেন। তবে নাট্যকার ও সুরকার তুলসী লাহিড়ীর সংস্পর্শে এসে তার প্রতিভার পূর্ণবিকাশ ঘটে এবং ত্রিশ দশকে সঙ্গীত-জগতে তিনি বিশিষ্ট শিল্পী হিসাবে পরিচিতি লাভ করেন। চল্লিশ দশকে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। প্ৰধানতঃ তার খ্যাতি কীর্তনাঙ্গের গানের জন্য হলেও পুরাতনী, দেশীয় লোকসঙ্গীত এবং সেই সঙ্গে ক্লাসিকধর্মী ঠুংরি, দাদরা, গজল, কাজরী প্রভৃতি গানেও তার সমান দক্ষতা ও খ্যাতি ছিল। কাজী নজরুল, তুলসী লাহিড়ী ও কে. মল্লিকের অনুপ্রেরণায় তিনি গান রেকর্ড করার সুযোগ পান। তার প্রথম রেকর্ড ‘প্রিয় যেন প্ৰেম ভুলো না এ মিনতি করি হে’ তাকে আকস্মিক খ্যাতি এনে দেয়। তারপরে দীর্ঘ কুড়ি বছরে বাংলা, হিন্দী, উর্দু, মারাঠী এবং পাঞ্জাবী ভাষায় বহু গান রেকর্ড করেছেন। কিছুকাল চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন-মূলতঃ গানের ভূমিকায়। কলিকাতা বেতারকেন্দ্রের সঙ্গে প্রায় প্রথম থেকেই যুক্ত ছিলেন। তা ছাড়া এক সময়ে ভারতের রাজদরবারে গান শুনিয়ে সুনাম পেয়েছেন। ১৯৭৬ খ্রী. একটি রেকর্ড সংস্থা তাকে একটি সোনার ডিস্ক দিয়ে সম্মানিত করে।
পূর্ববর্তী:
« কমলকৃষ্ণ স্মৃতিতীর্থ, মহামহোপাধ্যায়
« কমলকৃষ্ণ স্মৃতিতীর্থ, মহামহোপাধ্যায়
পরবর্তী:
কমলাকর পিপলাই »
কমলাকর পিপলাই »
Leave a Reply