কমলাকান্ত ভট্টাচার্য (আনুমানিক ১৭৭২ – ১৮২১)। মাতুলালয় চান্না, কালনা-বর্ধমানে জন্ম। কমলাকাস্তের কালীসাধনার খ্যাতিতে আকৃষ্ট হয়ে বর্ধমানরাজ তেজচাঁদ বর্ধমান শহরে কোটালহাটে তার জন্য বাসগৃহ নির্মাণ করিয়ে দেন। ১৮০৯ খ্রী. থেকে তিনি সেখানে কালীসাধনায় নিয়োজিত থাকেন। তিনি বহু শ্যামাসঙ্গীত ও আগমনী গানের রচয়িতা। টপ্পার আঙ্গিকে গীত তার শ্যামাসঙ্গীত বাঙলার সঙ্গীত-ক্ষেত্রে প্রচলিত আছে। আত্মীয় ধর্মদাস মুখোপাধ্যায় তার সঙ্গীতচর্চার সঙ্গী ছিলেন। ‘মজিল মোর মন ভ্ৰমরা শ্যামাপদ নীল কমলে’, ‘শুকনো তরু মুঞ্জরে না’, ‘তুমি যে আমার নয়নের নয়ন’ ইত্যাদি তার রচিত বিখ্যাত গান।
পূর্ববর্তী:
« কমলাকান্ত বিদ্যালঙ্কার
« কমলাকান্ত বিদ্যালঙ্কার
পরবর্তী:
করম শা »
করম শা »
Leave a Reply