কমলাকান্ত বিদ্যালঙ্কার (?—৮.১০.১৮৪৩)। কলিকাতার আড়কুলিতে তাঁর চতুষ্পাঠী ছিল। ১৮২৪ খ্ৰী. কলিকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি অলঙ্কার-শ্রেণীর অধ্যাপক নির্বাচিত হন। ১৮২৭ খ্রী. মেদিনীপুর আদালতের জাজপণ্ডিতের পদ লাভ করেন। ১৮৩৭ খ্রী. থেকে লিপিতত্ত্ব-বিশারদ জেমস প্রিন্সেপের পণ্ডিতরাপে তিনি প্ৰাচীন ভারতীয় লিপির পাঠোদ্ধারে প্ৰধান সাহায্যকারী হন। ১৮৩৭–৪১ খ্রী. মধ্যে এশিয়াটিক সোসাইটির জার্নালে প্ৰকাশিত বহু লিপির পাঠোদ্ধার তার সাহায্যেই হয়েছিল। আগস্ট ১৮৩৯ খ্রী. তিনি এশিয়াটিক সোসাইটির পণ্ডিতের পদ লাভ করেন। ১৮৪২ খ্ৰী সংস্কৃত কলেজে ‘পুরাবৃত্ত-শ্রেণীর সৃষ্টি হলে তার অধ্যাপক নির্বাচিত হন। তার অসুস্থতা ও মৃত্যুর সঙ্গে সঙ্গে কলেজ থেকে পুরাবৃত্ত-শ্রেণীটিও লোপ পায়।
পূর্ববর্তী:
« কমলাকর পিপলাই
« কমলাকর পিপলাই
পরবর্তী:
কমলাকান্ত ভট্টাচার্য »
কমলাকান্ত ভট্টাচার্য »
Leave a Reply