কমল দাশগুপ্ত (?—২০.৭.১৯৭৪) ঢাকা। প্ৰসিদ্ধ সুরকার। ত্রিশ এবং চল্লিশ দশকে গ্রামোফোন ডিসকে তাঁর সুরে গাওয়া বহু গান অত্যন্ত জনপ্রিয় ছিল। সেগুলির কথা ছিল প্রণব রায়ের এবং শিল্পী ছিলেন যূথিকা রায়। ‘সাঁঝের তারকা আমি’, ‘আমি ভোরের যূথিকা’ প্রভৃতি গান আজও সমাদৃত। তাঁর কয়েকটি রাগাশ্রিত, কীর্তনাঙ্গ এবং ছন্দ-প্রধান গানও বিশেষ উল্লেখযোগ্য। নজরুলের বহু জনপ্রিয় গানে তিনি সুর দিয়েছেন। গ্রামোফোন কোম্পানীর সঙ্গীত-পরিচালক ছিলেন। বাংলা চলচ্চিত্রের সুরকার হিসাবেও খ্যাতি অর্জন করেন। ‘তুফান মেল’, ‘শ্যামলের প্রেম’, ‘এই কি গো শেষ দান’-চলচ্চিত্রের এই গানগুলি এককালে বিপুল সাড়া তুলেছিল। ‘ভগবান শ্ৰীকৃষ্ণচৈতন্য’ ছবিতে তাঁর সুরসৃষ্টি স্মরণীয়। অনেক হিন্দী চিত্রেও সঙ্গীত পরিচালনা করেছেন। সঙ্গীত-পরিচালক হিসাবে তার শেষ ছবি বন্ধুবরণী। এরপর প্রায় ১০ বছর তিনি পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) কাটান। ১৯৭২ খ্রী. কলিকাতায় বঙ্গ-সংস্কৃতি-সম্মেলন-মঞ্চে তার ছাত্রী এবং সহধর্মিণী ফিরোজা বেগম মুখ্যশিল্পী ছিলেন। উভয়ের দ্বৈতসঙ্গীত শ্রোতাদের মুগ্ধ করে। ঢাকায় মৃত্যু। ক্রীড়াজগতের স্বনামধন্য পঙ্কজ গুপ্ত তাঁর মাতুল।
পূর্ববর্তী:
« কমর আলী
« কমর আলী
পরবর্তী:
কমলকুমার মজুমদার »
কমলকুমার মজুমদার »
Leave a Reply