কমলকৃষ্ণ সিংহ, রাজা (১৮৩৯–১৯১২) সুসঙ্গ—ময়মনসিংহ। রাজা প্ৰাণকৃষ্ণ। ফারসী ও উর্দু ভাষায় শিক্ষিত হন। সঙ্গীতানুরাগী ও সাহিত্যরসিক ছিলেন। রচিত গ্রন্থ: ‘সঙ্গীতশতক’, ‘তুর্যতরঙ্গিণী, ‘অশ্বতত্ত্ব’, ‘গোপালন, ‘আম্র প্রভৃতি। দক্ষ ও কৌশলী শিকারী ব’লেও পরিচিত ছিলেন। গারো পাহাড়ে ‘খেদা’র সাহায্যে জঙলী হাতী ধরতেন।
পূর্ববর্তী:
« কমলকুমার মজুমদার
« কমলকুমার মজুমদার
পরবর্তী:
কমলকৃষ্ণ স্মৃতিতীর্থ, মহামহোপাধ্যায় »
কমলকৃষ্ণ স্মৃতিতীর্থ, মহামহোপাধ্যায় »
Leave a Reply