কমনীয় দাশগুপ্ত (১৯১২—২০.১১.১৯৮৩) কোয়াপাড়া-চট্টগ্রাম। ট্রেড ইউনিয়ন নেতা। অল্পবয়সে বিপ্লবী সমিতিতে যোগ দেন। সূর্য সেনের সঙ্গে তার যোগাযোগ ছিল। ১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের আসামী হিসাবে কারাবাস করেন। মুক্তির পর রেলওয়ে ইউনিয়নের আন্দোলনের সঙ্গে যুক্ত হন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ইউনিয়নের নেতৃস্থানীয় কর্মী ছিলেন। ১৯৩৮ খ্রী. কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। স্বাধীনতার পর পূর্ববঙ্গে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন এবং পাকিস্তান সরকার কর্তৃক কারারুদ্ধ হন। মুক্তির পর ১৯৫৬ খ্রী. ভারতে আসেন। ১৯৫৮ খ্রী. থেকে আমৃত্যু রাণীগঞ্জ এলাকার শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন। ১৯৬৭ থেকে ‘৭৪ খ্রী. রাণীগঞ্জ পুরসভার সহসভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« কবীন্দ্র পরমেশ্বর
« কবীন্দ্র পরমেশ্বর
পরবর্তী:
কমর আলী »
কমর আলী »
Leave a Reply