কবিকর্ণপুর (১৫২৫ – ?) কাঁচড়াপাড়া—নদীয়া। নিবাস আদপাশা-শ্ৰীহট্ট। চৈতন্যদেবের পার্ষদ সেন। প্রকৃত নাম পরমানন্দ। মহাপ্রভুকে একটি ব্ৰজাঙ্গানাগণের কৰ্ণভূষণের বর্ণনা শুনিয়ে ‘কৰ্ণপুর’ পাধি লাভ করেছিলেন। রচিত গ্ৰন্থ: ‘সংস্কৃতে রতামৃত’ (১৫৪২) মহাকাব্য; তাছাড়া ‘চন্দ্ৰোদয়’ নাটক, ‘গৌরগণোদেশদীপিকা’ ১৫৭৬), ‘আনন্দবৃন্দাবনচম্পূৰ্ণ’ কাব্য, ‘অলঙ্কারকৌস্তুভ’। পরমানন্দ-ভণিতাযুক্ত যে ১২টি পদ পাওয়া যায়, সম্ভবত তা শ্ৰীচৈতন্যের য়ক পরমানন্দ গুপ্তের রচনা।
Leave a Reply