কবি কঙ্ক (আনুমানিক ১৭শ শতাব্দী) বিপ্ৰগ্রাম-ময়মনসিংহ। গুণরাজ। শৈশবে মাতাপিতৃহীন হয়ে চণ্ডালের গৃহে প্রতিপালিত হন এবং পরে গর্গনামক এক মহাপণ্ডিতের আশ্রয়লাভ করেন। গৰ্গকন্যা লীলা ও কঙ্কের প্রণয়-আখ্যান ড. দীনেশ সেন সঙ্কলিত ‘ময়মনসিংহ গীতিকায় আছে। কঙ্ক-রচিত ‘বিদ্যাসুন্দর তৎকালীন কাব্যধারার ব্যতিক্রম। এই কাব্যে কালিকার পরিবর্তে সত্যনারায়ণের মাহাত্ম্য কীর্তিত হয়েছে এবং বহু স্থানে চৈতন্যদেবের প্রতি শ্রদ্ধা প্ৰকাশিত হয়েছে।
পূর্ববর্তী:
« কনক সর্বাধিকারী
« কনক সর্বাধিকারী
পরবর্তী:
কবিকর্ণপুর »
কবিকর্ণপুর »
Leave a Reply