কণাদ তর্কবাগীশ (১৫শ শতাব্দী-শেষার্ধ) নবদ্বীপ। রঘুনাথ শিরোমণির সতীর্থ বিখ্যাত ‘মণিটীকাকার’। তিনি গঙ্গেশ উপাধ্যায়ের তত্ত্বচিন্তামণির উপর ‘অনুমানমণিব্যাখ্যা’ নামে প্ৰসিদ্ধ টীকা রচনা করেন। তার অন্যান্য গ্ৰন্থ : ‘ভাষারত্নম’, ‘আপশব্দখণ্ডনাম’ প্রভৃতি। কণাদ নামে একজন বৈশেষিক দর্শনকারের নাম পাওয়া যায়। বৈজ্ঞানিক দৃষ্টিতে কণাদ-দর্শন পদার্থতত্ত্ববিশ্লেষণের প্রথম প্ৰয়াস।
পূর্ববর্তী:
« কঙ্কাবতী দেবী
« কঙ্কাবতী দেবী
পরবর্তী:
কতল পীর »
কতল পীর »
Leave a Reply