কনক সর্বাধিকারী (অক্টো, ১৯১০–১০-১০০ ১৯৭০) কলিকাতা। শল্যচিকিৎসক সুরেশপ্রসাদ।–হেয়ার স্কুল ও প্রেসিডেন্সী কলেজের মেধাবী ছাত্র। ১৯৩৪ খ্রী. কারমাইকেল কলেজ থেকে এম,বি, এবং ১৯৪০ খ্রী. এডিনবরা থেকে এফ.আর.সি.এস. উপাধি। পান। সরকারী স্বাস্থ্যবিভাগে কর্মজীবন শুরু। ১৯৬০ খ্রী. মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও ১৯৬৮ খ্রী. পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-অধিকর্তা হন। শল্য (অস্থি) চিকিৎসক হিসাবে সুনাম অর্জন করেছিলেন। রোটারী ক্লাব পত্রিকার সম্পাদক ছিলেন। বহু সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের সভাপতি বা সম্পাদক হিসাবে সক্রিয়ভাবে জনসেবা করে গেছেন।
Leave a Reply