পলান সরকার (১০ সেপ্টেম্বর ১৯২১ – ১ মার্চ ২০১৯) একজন বাংলাদেশী সমাজকর্মী। পলান সরকার ১৯২১ সালের ১০ সেপ্টেম্বর (বাংলা: ২৫ ভাদ্র, ১৩২৯) বাংলাদেশের নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এলাকাবাসীর কাছে তিনি ‘বইওয়ালা দাদুভাই’ হিসেবে পরিচিত।
পলান সরকার রাজশাহী জেলার ২০ টি গ্রামজুড়ে গড়ে তুলেছিলেন অভিনব শিক্ষা আন্দোলন। নিজের টাকায় বই কিনে তিনি পড়তে দিতেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে বেরিয়ে পড়তেন। মাইলের পর মাইল হেঁটে একেকদিন একেক গ্রামে যেতেন। বাড়ি বাড়ি কড়া নেড়ে আগের সপ্তাহের বই ফেরত নিয়ে নতুন বই পড়তে দিতেন।
২০১১ সালে সামাজসেবায় অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদক লাভ করেন।
পলান সরকার ২০১৯ সালের ০১ মার্চ রাজশাহীর বাঘা উপজেলার বাউশার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply