ওয়াহশাত, রেজা আলী, খানবাহাদুর (১৮৮১ – ১৯৫৬) কলিকাতা। খ্যাতনামা ইউনানী চিকিৎসক শামশাদ আলী। কলিকাতা মাদ্রাসা থেকে আরবী ও ফারসী ভাষায় দক্ষতা লাভ করে এস্ট্রান্স পাশ করেন। কলিকাতা লেডি ব্ৰেবোর্ন কলেজের উর্দুর অধ্যাপক ছিলেন। ওয়াহশাত তার কাব্যনাম। রচিত কাব্যগ্রন্থ: ‘দীওয়ান’, ‘তারান-ই-ওয়াহশাত’ ও ‘নুকুশওয়া আসার’। গালিবের ভাবশিষ্য ছিলেন। উর্দু সাহিত্যে তার অবদানের জন্য তিনি ‘বুলবুল-ই-বাঙলা’ ও ‘শায়ের-ই-বাঙলা’ নামে অভিহিত হন। ১৯৫০ খ্রী. ঢাকায় স্থায়িভাবে বাস শুরু করেন।
পূর্ববর্তী:
« ওয়ালীউল্লাহ, সৈয়দ
« ওয়ালীউল্লাহ, সৈয়দ
পরবর্তী:
কঙ্কাবতী দেবী »
কঙ্কাবতী দেবী »
Leave a Reply