ওয়ালীউল্লাহ, সৈয়দ (১৯২০–১৯৭১) চট্টগ্রাম। বাঙলাদেশের বিশিষ্ট কথাশিল্পী। কলিকাতায় একটি বিশিষ্ট ইংরেজী দৈনিকের সাংবাদিক ছিলেন। দেশবিভাগের পর ঢাকায় পাকিস্তান রেডিয়োয় গুরুত্বপূর্ণ পদে বৃত হন। অবহেলিত সাধারণ চাষী, কেরায়া মাঝি প্রভৃতির জীবন নিয়ে রচনা করেন ‘লাল সালু’ উপন্যাস। গ্রন্থটি Tree without Roots’ ইংরেজিতে এবং ‘L’Arbre Sans Racines’ নামে ফরাসীতে অনূদিত হয়। অন্যান্য উপন্যাস : ‘চাঁদের অমাবস্যা’ ও ‘কাদো নদী কঁদো’; গল্পগ্রন্থ: ‘নয়নতারা’ ও ‘দুই তীর’ এবং নাটক : ‘তরঙ্গ ভঙ্গ’, ‘সুড়ঙ্গ’ ও ‘বহিণীর’। পাকিস্তান বৈদেশিক মন্ত্রকের অধীনে এবং ইউনেস্কোর কাজে তাকে নানা দেশে ঘুরতে হয়েছে। পাকিস্তান সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপে তাকে ইউনেস্কোর চাকরি হারাতে হয়। দীর্ঘকাল ফরাসী দেশে কাটিয়েছেন। সেখানেই মৃত্যু।
পূর্ববর্তী:
« ওয়াজিদ আলী শাহ
« ওয়াজিদ আলী শাহ
পরবর্তী:
ওয়াহশাত, রেজা আলী, খানবাহাদুর »
ওয়াহশাত, রেজা আলী, খানবাহাদুর »
Leave a Reply