ওয়াজিদ আলী খান পন্নি (১৮৬৯–১৯৩৬) করটিয়া–টাঙ্গাইল, ময়মনসিংহ। জমিদার হাফিজ মুহম্মদ আলী। ‘চাঁদ মিঞা’ নামে সমধিক প্রসিদ্ধ ছিলেন। মহাত্মা গান্ধী প্রবর্তিত অসহযোগ আন্দোলনে (১৯২১) যোগদান করে গ্রেপ্তার হন ও জামিন অস্বীকার করে ১৫ মাস কারাদণ্ড ভোগ করেন। কারামুক্তির পর গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। করটিয়া সাদাত কলেজ, হাফিজ মুহম্মদ আলী হাই স্কুল ও রোকেয়া হাই মাদ্রাসা স্থাপন করেন। পরোপকারের জন্য তিনি ‘দ্বিতীয় মহসীন’ ও ‘করটিয়ার চাদ’ আখ্যা লাভ করেছিলেন।
পূর্ববর্তী:
« ওম্যালি, লিউইস সিডনি স্টিউয়ার্ড
« ওম্যালি, লিউইস সিডনি স্টিউয়ার্ড
পরবর্তী:
ওয়াজিদ আলী শাহ »
ওয়াজিদ আলী শাহ »
Leave a Reply