ওঙ্কারানন্দজী, স্বামী (১৯০৪ – ৪-৩-১৯৭২)। ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ-সম্পাদক ও সঙ্ঘের গড়িয়া শাখার (কলিকাতা) ও বিদ্যাভবনের অধ্যক্ষ ছিলেন। ১৯২২ খ্রী. বিপ্লব আন্দোলনে অংশগ্রহণ করায় কারারুদ্ধ হন। পরে সঙ্ঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়ে সুন্দরবন অঞ্চলে সঙ্ঘের বহু গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। তার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে বহু ছাত্রসংগঠন, ব্যায়ামাগার ও শিক্ষা-প্রতিষ্ঠান গড়ে ওঠে।
পূর্ববর্তী:
« ওঙ্কারানন্দ, স্বামী
« ওঙ্কারানন্দ, স্বামী
পরবর্তী:
ওম্যালি, লিউইস সিডনি স্টিউয়ার্ড »
ওম্যালি, লিউইস সিডনি স্টিউয়ার্ড »
Leave a Reply