ওঙ্কারানন্দ, স্বামী (নভেম্বর ১৮৯৪ – ৮-৫-১৯৭৩) কলিকাতা। আশুতোষ নিয়োগী। পূর্বাশ্রমের নাম অনঙ্গ। ১৯১২ খ্রী. মহেন্দ্ৰনাথ গুপ্ত (শ্ৰীম) প্রতিষ্ঠিত মর্টন ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক ও স্কটিশ চার্চ কলেজ থেকে আইএ ও বি-এ, এবং ১৯১৯ খ্রী. দর্শনে এম.এ. পাশ করেন। তাঁর সহপাঠীদের মধ্যে দেওঘর বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা স্বামী সদ্ভাবানন্দ, অখিলানন্দ, বিবিদিষানন্দ, বিজয়ানন্দ, বিশ্বানন্দ, জ্ঞানাত্মানন্দ প্রভৃতি ছিলেন। ভুবনেশ্বরে স্বামী শিবানন্দ কর্তৃক তিনি ব্ৰহ্মচৰ্য-ব্রতে দীক্ষিত হন এবং তার কাছেই ১৯২৩ খ্রী. দীক্ষা লাভ করেন। ১৯২৯ খ্রী. মঠের ট্রাস্টি নিযুক্ত হন। ১৯৩৪ খ্রী. স্বামী শিবানন্দের মৃত্যুর পর কাশী অদ্বৈত আশ্রমে যান ও ১৯৪০ খ্রী. তার অধ্যক্ষ হন। ১৯৫০ খ্রী. সেখান থেকে বেলুড় মঠে আসার কিছুদিন পরেই কাঁকুড়গাছি যোগোদ্যানের কার্যভার গ্ৰহণ করেন। ১৯৬১ খ্রী. মঠের ও মিশনের সহ-অধ্যক্ষ হন। তিনি আনুষ্ঠানিক মন্ত্ৰ-দীক্ষা দিতেন।
পূর্ববর্তী:
« ওকাকুরা, কাকুজো
« ওকাকুরা, কাকুজো
পরবর্তী:
ওঙ্কারানন্দজী, স্বামী »
ওঙ্কারানন্দজী, স্বামী »
Leave a Reply