ওকাকুরা, কাকুজো (২৬-১২-১৮৬২ – ২-৯-১৯১৩)। বাঙলার বিপ্লব প্রচেষ্টার মূলে জাপানের চিত্রকলার অধ্যাপক ওকাকুরার নাম উল্লেখযোগ্য। স্বামী বিবেকানন্দের মার্কিন-শিষ্যা ম্যাকলিওড ওকাকুরাকে থেকে ভারতে আনেন। ভারতে এসে তিনি বেলুড় মঠে থেকে বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনী প্রচার করেন এবং বাঙলার যুবকদের মধ্যে বৈপ্লবিক চেতনা জাগিয়ে তোলার কাজে সচেষ্ট হন। তাঁর রচিত ‘আইডিঅ্যালস অফ দি ঈস্ট’ গ্ৰন্থখানি এ কাজে বিশেষ সহায়তা করে। তাঁর প্রেরণায় উদ্ধৃদ্ধ হয়ে সুরেন্দ্রনাথ ঠাকুর, হেমচন্দ্ৰ মল্লিক, ভগিনী নিবেদিতা প্রমুখ ভারতে স্বাধীনতার বাণী প্রচারের জন্য একটি কমিটি গঠন করেছিলেন। শিল্পশাস্ত্রী হিসাবেও তিনি স্মরণীয়। বাংলার চিত্রকলার নবজাগরণের নায়কদের উপর তার প্রভাব ছিল। জাপান ও চীনের সঙ্গে রবীন্দ্রনাথের শ্রদ্ধার যোগ তার মাধ্যমেই সহজ হয়েছিল। তাঁর অপরাপর গ্রন্থ: ‘দি অ্যাওয়েকেনিং অফ জাপান, ‘দি বুক অফ টি’ ও ‘দি হার্ট অব হেভেন’। প্রিয়ম্বদা দেবী তাঁর কয়েকটি কবিতা বাংলায় অনুবাদ করে প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« এহরাম শাহ
« এহরাম শাহ
পরবর্তী:
ওঙ্কারানন্দ, স্বামী »
ওঙ্কারানন্দ, স্বামী »
Leave a Reply