এস ওয়াজেদ আলী (৪৭৯-১৮৯০–১০৭৬-১৯৫১) বড়জাতপুর-হুগলী। কেমব্রিজের বি.এ.। ১৯১৫ খ্ৰী. ব্যারিস্টারি পাশ করেন। কর্মজীবনে প্রসিডেন্সী ম্যাজিষ্ট্রেট ছিলেন। সমকালীন মুসলমান সাহিত্যিকদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় উচ্চশিক্ষিত জন লেখক হিসাবে প্রতিপত্তি লাভ করেন। বঙ্গীয় সাহিত্য সমিতির সভাপতি ছিলেন। গল্প, প্ৰবন্ধ, উপন্যাস, ভ্ৰমণকাহিনী ও রম্যরচনায় দক্ষতা ছিল। ‘মাশুকের দরবার’, ‘প্রেমের মুসাফির’, ‘ভারতবর্ষ’, ‘জীবনের শিল্প’, ‘খেয়ালের ফেরদৌস’ প্রভৃতি প্ৰায় কুড়িটি গ্রন্থের লেখক। প্ৰবন্ধ-গ্ৰন্থ ‘ভবিষ্যতের বাঙ্গালী’। ইংরেজী ভাষাতেও কয়েকটি প্রবন্ধ রচনা করেন।
পূর্ববর্তী:
« এলোকেশী
« এলোকেশী
পরবর্তী:
এহতেশাম উদ্দীন, মীর্জা »
এহতেশাম উদ্দীন, মীর্জা »
Leave a Reply