এনায়েৎ করিম (১৯২৭ – ১৬-২-১৯৭৪) ঢাকা। যুক্তরাষ্ট্রের ‘ফ্লেটচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসী’ থেকে শিক্ষা শেষ করে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। পাকিস্তানী মিশনের পক্ষে কলিকতা, তেহেরান, আক্কাব, নয়াদিল্লী, লন্ডন ও ওয়াশিংটনে কাজ করেন। ইসলামাবাদে পাকিস্তানী পররাষ্ট্র দপ্তরের ভারতীয় বিভাগের ভারপ্রাপ্ত ডিরেক্টরও ছিলেন। পাকিস্তানী আক্রমণের সময় তিনি ওয়াশিংটনে ছিলেন এবং ৪৫৮-১৯৭১ তারিখে তিনি পাকিস্তানের আনুগত্য অস্বীকার করে পূর্ববঙ্গের মুক্তি সংগ্রামে বিশ্বাসী হন। ১৯৭৮-১৯৭২ খ্রী. স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের পদ গ্ৰহণ করেন।
পূর্ববর্তী:
« একেন্দ্ৰনাথ ঘোষ
« একেন্দ্ৰনাথ ঘোষ
পরবর্তী:
এন্টনি, হেলম্যান »
এন্টনি, হেলম্যান »
Leave a Reply