একেন্দ্ৰনাথ ঘোষ (?–১৩৪১ বঙ্গাব্দ)। কলিকাতা কেশব অ্যাকাডেমি ও জেনারেল অ্যাসেমব্রিজ ইনস্টিটিউশন থেকে শিক্ষাপ্রাপ্ত হন। মেডিক্যাল কলেজ থেকে তুলনামূলক শবব্যবচ্ছেদে সুবর্ণপদকসহ এম.বি. (১৯০৬) এবং এমডি (১৯১৬) পাশ করেন। কিছুদিন সহকারী চিকিৎসকের পদে কাজ করার পর প্রাণিবিদ্যার সহ-অধ্যাপক এবং শেষে জীব-বিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। ১৯২৩ খ্রী. যুক্তরাষ্ট্রের ওরিয়েন্টাল বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিএস-সি উপাধিতে ভূষিত হন। ১৯২৬ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে প্রাণিবিদ্যার অধ্যাপক নিযুক্ত করে। লন্ডন জুওলজিক্যাল সোসাইটির সভ্য ও কলিকাতা জুওলজিক্যাল গার্ডেনের কার্যকরী সমিতির সভ্য ছিলেন। সাহিত্য ও ধর্মগ্রন্থ নিয়েও গবেষণা করেছেন। বাংলা ভাষায় তার লিখিত বহু বৈজ্ঞানিক প্ৰবন্ধ আছে। জীববিদ্যা ও চিকিৎসাবিদ্যা-সংক্রান্ত বাংলা পরিভাষা-বিষয়ক তার কয়েকটি প্ৰস্তাব সাহিত্য পরিষৎ পত্রিকায় প্ৰকাশিত হয়েছিল।
পূর্ববর্তী:
« এককড়ি সিংহরায়
« এককড়ি সিংহরায়
পরবর্তী:
এনায়েৎ করিম »
এনায়েৎ করিম »
Leave a Reply