এককড়ি সিংহরায় (১৮৬৪ – ১৯৩৪) হুগলী। রতিকান্ত। উচ্চশিক্ষা-লাভের সুযোগ হয়নি। পিতার অধীনে জমিদারী সেরেস্তায় কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু। কৈশোরে রাজনৈতিক আন্দোলনে নেতাদের দ্বারা প্ৰভাবিত হন। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, কৃষ্ণকুমার মিত্র এবং ‘সঞ্জীবনী’ পত্রিকার প্রভাবে তিনি রাজনীতি, জনসেবা এবং সমাজসেবার ব্ৰত গ্ৰহণ করেন। ১৮৯০ খ্রী. ব্ৰাহ্মধর্মে দীক্ষা নেন। হাওড়া জেলার উলুবেড়িয়ায় বাণীবনে তিনি তার কর্মকেন্দ্র গড়ে তুলে হোমিওপ্যাথিক হাসপাতাল (১৮৯৮), অনাথাশ্রম, বালিকা বিদ্যালয় স্থাপন ও ডাকঘর, রাস্তাঘাট, সেতুনির্মাণ প্রভৃতি নানা জনহিতকর কাজ করেন। বাণীবন ব্ৰাহ্মসমাজের (১৯০৮) তিনি অন্যতম প্রতিষ্ঠাতা।
পূর্ববর্তী:
« ঋষিবর মুখোপাধ্যায়, রায়বাহাদুর
« ঋষিবর মুখোপাধ্যায়, রায়বাহাদুর
পরবর্তী:
একেন্দ্ৰনাথ ঘোষ »
একেন্দ্ৰনাথ ঘোষ »
Leave a Reply