ঋষিবর মুখোপাধ্যায়, রায়বাহাদুর (১৮৫২ – ৮-৫-১৯৩৫)। বিলাত থেকে ব্যারিস্টারি পাশ করে ‘কাশ্মীরের প্রধান বিচারপতি ও কিছুদিনের জন্য জম্মু রাজ্যের শাসনকর্তা হন। স্বেপার্জিত সমুদয় অর্থ ও সম্পত্তি ট্রাস্ট করে দান করেন এবং তা থেকে তিনি মাসহারা বাবদ কিছু নিতেন। বাঁকুড়ায় মেডিক্যাল স্কুল প্রতিষ্ঠার জন্য নিজ জমিদারী ও বাড়ি দান করে যান। কলিকতা কারমাইকেল মেডিক্যাল কলেজেও প্রচুর অর্থ দান করে গেছেন। প্ৰখ্যাত সাহিত্যিক সুরেশ সমাজপতি তার জামাতা।
পূর্ববর্তী:
« ঋত্বিক ঘটক
« ঋত্বিক ঘটক
পরবর্তী:
এককড়ি সিংহরায় »
এককড়ি সিংহরায় »
Leave a Reply