ঊষারাণী রায় (? – ১৫-৭-১৯৭২) ঢাকা। বিপ্লবী নেতা অনিল রায়ের জ্যেষ্ঠতাত ভগিনী। প্রথম জীবনে দীপালি সঙ্ঘ, শ্ৰীসঙ্ঘ প্রভৃতি রাজনৈতিক ও জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। সরকারী বিদ্যালয়ের উচ্চ বেতনের চাকরি ত্যাগ করে তিনি লীলা রায় প্রতিষ্ঠিত নারীশিক্ষা মন্দিরে সামান্য পারিশ্রমিকে যোগ দেন। দেশবিভাগের পর কলিকাতায় এসে নারীশিক্ষা মন্দির। (মাধ্যমিক বিদ্যালয়) প্রতিষ্ঠা করেন। ১৯৬৭-৬৮ খ্ৰী. শিক্ষাব্ৰতী হিসাবে জাতীয় পুরস্কার পান। নিখিল ভারত নারী সম্মিলনীর উত্তর কলিকাতা শাখার সভানেত্রী এবং কিছুকাল ‘জয়শ্ৰী’ পত্রিকার সম্পাদিকা ছিলেন।
পূর্ববর্তী:
« ঊষাবালা সেন
« ঊষাবালা সেন
পরবর্তী:
ঊৰ্মিলাবালা পারিয়া »
ঊৰ্মিলাবালা পারিয়া »
Leave a Reply