ঊষানাথ সেন, স্যার, সি.বি.আই (৬-১০-১৮৮০ – ২০-৪-১৯৫৯) গরিফা-চব্বিশ পরগনা। নবীনকৃষ্ণ। কেশবচন্দ্র রায়ের সহযোগী হিসাবে সাংবাদিকতা শুরু করে ‘অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া’ নামক সংবাদ সরবরাহ প্ৰতিষ্ঠানের দিল্লী কেন্দ্রের ম্যানেজার হন। কর্মজীবন প্ৰধানত দিল্লীতেই কাটে। উক্ত প্ৰতিষ্ঠান পরে ‘প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া’ নামে রূপান্তরিত হলে তিনি তার ম্যানেজিং ডিরেক্টর হন। ভারতীয় রেডক্রসের সভাপতি, ভারত সরকারের যুদ্ধকালীন চীফ প্রেস অ্যাডভাইসর, ইন্ডিয়ান লীগ অফ নেশনস ইউনিয়নের অবৈতনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ, কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য, অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্র্যাফটস সোসাইটির প্রথম সভাপতি ছিলেন। দিল্পী রোটারী ক্লাবের প্রতিষ্ঠা করেন।
পূর্ববর্তী:
« ঊর্মিলা দেবী
« ঊর্মিলা দেবী
পরবর্তী:
ঊষাবালা সেন »
ঊষাবালা সেন »
Leave a Reply