উল্লাসকর দত্ত (১৬.৪.১৮৮৫ – ১৭.৫.১৯৬৫) কালিকচ্ছ-ত্রিপুরা। বৈদিক সাহিত্যে পণ্ডিত পিতা দ্বিজদাস সর্বপ্রথম এদেশ থেকে কৃষিবিদ্যা অধ্যয়ন করতে বিলাত যান এবং ব্ৰাহ্মসমাজের উৎসাহী সভ্য ছিলেন। ১৯০৩ খ্রী. তিনি এন্ট্রান্স পাশ করে প্রেসিডেন্সী কলেজে ভর্তি হন। ইংরেজ অধ্যাপকের এক অপমানকার উক্তিতে তিনি প্ৰতিবাদ করেন। তখন থেকে তার জীবনের গতি-পরিবর্তিত হয়। বিলাতী পোশাক ছেড়ে ধুতি-পরা সাধারণ বাঙালীর জীবনে ফিরে আসেন এবং কলেজ ত্যাগ করে বারীন ঘোষের বিপ্লবী দলে যোগ দিয়ে বিপ্লব-প্ৰচেষ্টায় সর্বক্ষণের কর্মী হয়ে ওঠেন। সঙ্গীতে ও ক্যারিকেচারে দক্ষতা ছিল। ১৯০৫–০৬ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ২৫-১৯০৮ খ্রী. মুরারিপুকুর বাগানে ধরা পড়েন। ১৯০৯ খ্রী. আলিপুর বোমার মামলায় তার ও বারীন ঘোষের ফাসির আদেশ হয়। আপিলে মৃত্যুদণ্ডের বদলে আন্দামানে দ্বীপান্তরিত হন। ১৯২০ খ্রী. মুক্তির পর আর সক্রিয় রাজনীতিতে নামেন নি। ১৯৪৮ খ্রী. ৬৩ বছর বয়সে নেতা বিপিনচন্দ্ৰ পালের বিধবা কন্যাকে বিবাহ করেন। বিবাহের পর আসামের শিলচরে বসবাস শুরু করেন। লাঞ্ছিত দেশসেবকের সরকারী ভাতা তিনি গ্ৰহণ করেন নি। রচিত গ্ৰন্থ : ‘দ্বীপান্তরের কথা’, ‘আমার কারাজীবন’।
পূর্ববর্তী:
« উমেশচন্দ্ৰ মিত্ৰ
« উমেশচন্দ্ৰ মিত্ৰ
পরবর্তী:
উৎপল দত্ত »
উৎপল দত্ত »
Leave a Reply