উমেশ মজুমদার, দুঃখীরাম (১৮৭৫–আগস্ট, ১৯২৯) কলিকাতা। এরিয়ান ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত ফুটবল খেলোয়াড়। ‘শিক্ষাগুরু দুঃখীরাম’ নামে বিশেষ পরিচিত ছিলেন। বাল্যকালে লুনার স্পোটিং ও স্টুডেন্টস ইউনিয়ন ক্লাবে খেলতেন। এই ক্লাবের সদস্যদের কেন্দ্র করেই পরবর্তী কালে গড়ে ওঠে এরিয়ান ও মোহনবাগান দল। ১৯১৪/১৯১৫ খ্রীলক্ষ্মীবিলাস কাপে খেলতে গিয়ে কাস্টমস-এর দুর্ধর্ষ খেলোয়াড় গ্যালব্রেথের সঙ্গে চার্জে তাঁর পা ভেঙ্গে যায় এবং এখানেই তার খেলোয়াড় জীবনের যবনিকা পড়ে। ১৯১৭ খ্রী. ওয়েলস বর্ডারের বিপক্ষে ভঙা-পা নিয়ে খেলে এরিয়ানকে ৩-১ গোলে জিতেয়ে দেন। বুট-পায়ে খেলার পক্ষপাতী ছিলেন। ফুটবল শিক্ষাপদ্ধতি—বিষয়ক তাঁর গ্রন্থের নাম ‘পয়েন্ট টু ইয়ং ফুটবলার্স (১৯১৬)। নিপুণ ক্রিকেট খেলোয়াড় হিসাবেও খ্যাতি ছিল। প্ৰখ্যাত খেলোয়াড় ছোনে মজুমদার তার ভ্রাতুষ্পপুত্র।
পূর্ববর্তী:
« উমিচাঁদ
« উমিচাঁদ
পরবর্তী:
উমেশচন্দ্র দত্ত »
উমেশচন্দ্র দত্ত »
Leave a Reply