উমেশচন্দ্ৰ মিত্ৰ। ‘বিধবা-বিবাহ’ (১৮৫৬) নাটকের রচয়িতা। বিধবা-বিবাহ আইন ১৫নং ধারায় ২৬-৬-১৮৫৬ খ্রী. পাশ হয়। নাটকটি মে ১৮৫৭ খ্রী. শোভাবাজার নাট্যশালায় আশুতোষ দেবের উৎসাহে মঞ্চস্থ হয়েছিল। পরে সিদুরিয়াপটিতে মেট্রোপলিটান। থিয়েটারে ২৩ এপ্রিল ১৮৫৯ খ্রী. এই নাটক সর্বসমক্ষে প্ৰথম অভিনীত হয়। বিহারীলাল চট্টোপাধ্যায় (পরে বেঙ্গল থিয়েটারের যশস্বী অভিনেতা) নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্ৰ ছাত্রাবস্থায় এ অভিনয়ে মঞ্চাধ্যক্ষের কাজ করেছিলেন। ১৮৫৬ খ্রী. বিধবাদের নিয়ে লেখা দ্বিতীয় নাটক উমাচরণ চট্টোপাধ্যায়ের ‘বিধাবোদ্ধাহা। অপর নাটক ‘বিধবা বিষম বিপদ’।
পূর্ববর্তী:
« উমেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় (ডাবলিউ. সি. বনার্জী)
« উমেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় (ডাবলিউ. সি. বনার্জী)
পরবর্তী:
উল্লাসকর দত্ত »
উল্লাসকর দত্ত »
Leave a Reply