উমেশচন্দ্ৰ বটব্যাল (৩০-৮-১৮৫২ – ১৬-৭-১৮৯৮) রামনগর-হুগলী। দুর্গাচরণ। ১৮৭৪ খ্রী-সংস্কৃত কলেজ থেকে এম.এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ১৮৭৬ খ্রী. প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি এবং সংস্কৃতে বিশেষ বুৎপত্তির জন্য ‘বিদ্যালঙ্কার’ উপাধি প্ৰাপ্ত হন। ডেপুটি ম্যাজিষ্ট্রেট-রূপে কৰ্মজীবন শুরু, পরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করে স্ট্যাটিউটরি সিভিলিয়ন পদ প্ৰাপ্ত হন। বিভিন্ন সাময়িক পত্রিকায় নিয়মিত ইতিহাস ও দর্শন-বিষয়ক প্ৰবন্ধ লিখতেন। মৃত্যুর পর প্ৰকাশিত গ্ৰন্থাবলীর মধ্যে ‘সাংখ্যদর্শন’ (১৯০০) ও ‘বেদ-প্ৰবেশিকা’ (১৯০৫) উল্লেখযোগ্য। ‘বৈদিক সোম’ প্ৰথম প্ৰকাশিত রচনা। ‘বঙ্গীয় সাহিত্য-পরিষৎ-এর ঐ নামকরণ তাঁরই প্ৰস্তাব অনুসারে হয়েছিল।
পূর্ববর্তী:
« উমেশচন্দ্ৰ চক্রবর্তী, ডাঃ
« উমেশচন্দ্ৰ চক্রবর্তী, ডাঃ
Leave a Reply