উমেশচন্দ্র দত্তগুপ্ত (১৮.৬.১৮২৯ – ২২.৬.১৯১৬) পান্নালা–কৃষ্ণনগর, নদীয়া। দুর্গাপ্রসাদ। বিশিষ্ট শিক্ষাবিদ ও পণ্ডিত। বাল্যে পিতৃহীন হয়ে নানা দুঃখ-কষ্টের মধ্যে পড়াশুনা করেন। গ্রামের পাঠশালায়, কৃষ্ণনগরে মিশনারী বিদ্যালয়ে ও ১৮৪৬ খ্ৰী. কৃষ্ণনগর কলেজ প্রতিষ্ঠিত হলে সেখানে অধ্যয়ন করেন। ১৮৪৯ খ্রী. শিক্ষা সমিতি পরিচালিত সিনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। কের সাহেব তার ‘Report of the Public instruction, Bengal 1831-50’ গ্রন্থে উমেশচন্দ্রের উত্তরপত্রের কিছু অংশ মুদ্রিত করেন। কর্মজীবনে ১৮৫১–১৮৮৩ খ্রী। তিনি চট্টগ্রাম স্কুল, কৃষ্ণনগর কলেজ, ঢাকা কলেজিয়েট স্কুল প্রভৃতিতে শিক্ষকতা করেন। কৃষ্ণনগর কলেজের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন। ১৮৮১ খ্রী. কটক রাভেনশ কলেজের স্থায়ী অধ্যক্ষ হন। সেকালের উচ্চশিক্ষিত মহলে ‘শেক্সপীয়রা বিদ্যা-বিশারদ’ বলে তার খ্যাতি ছিল। ইংরেজী শিক্ষিত এবং ইংরেজ সরকারের শিক্ষা-বিভাগের উচ্চ রাজকর্মচারী হয়েও তিনি মাতৃভাষাকে শিক্ষার মাধ্যমরূপে গ্ৰহণ করার জন্য ১৮৭৩ খ্রী. শিক্ষা-বিভাগের কাছে এক প্রতিবেদন উপস্থিত করেছিলেন।
পূর্ববর্তী:
« উমেশচন্দ্র দত্ত
« উমেশচন্দ্র দত্ত
পরবর্তী:
উমেশচন্দ্ৰ গুপ্ত, বিদ্যারত্ন »
উমেশচন্দ্ৰ গুপ্ত, বিদ্যারত্ন »
Leave a Reply