উমেশচন্দ্ৰ চক্রবর্তী, ডাঃ (১৯০৯—১১.৭.১৯৭৬) কুমিল্লা। চন্দ্ৰকান্ত। কুমিল্লা শহরের মহেশ ভট্টাচার্যের ‘ঈশ্বর পাঠশালা’ থেকে ম্যাট্রিক, প্রেসিডেন্সী কলেজ থেকে আই এস-সি’ ও কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। ইংল্যান্ড থেকে মাত্র ৯ মাসে এফ.আর.সি.এস হন। কলিকাতা মেডিক্যাল কলেজে ভিজিটিং সার্জেন হিসাবে যোগ দেন। পরে ঐ হাসপাতালের শিশু-চিকিৎসার সার্জারী বিভাগের ভারপ্রাপ্ত হন। শিশুদের জন্য একমাত্র হাসপাতাল ‘শিশু স্বাস্থ্য নিকেতনে’র প্রতিষ্ঠাতা সদস্য ও পরে অধ্যক্ষ হয়েছিলেন। শিশুদের শল্য চিকিৎসায় তাকে পথিকৃৎ বলা যায়। ভাল কীর্তন গাইতে পারতেন।
পূর্ববর্তী:
« উমেশচন্দ্ৰ গুপ্ত, বিদ্যারত্ন
« উমেশচন্দ্ৰ গুপ্ত, বিদ্যারত্ন
পরবর্তী:
উমেশচন্দ্ৰ বটব্যাল »
উমেশচন্দ্ৰ বটব্যাল »
Leave a Reply