উমেশচন্দ্ৰ গুপ্ত, বিদ্যারত্ন (?–১৩৩০ ব.) সেনহাটি-খুলনা, মতান্তরে কালিয়া-যশোহর। দীর্ঘকাল শাস্ত্রচর্চায়। ঋগ্বেদ ইত্যাদির নূতন ব্যাখ্যা রচনা করে প্রতিদিন বিকালে কলিকাতার গোলদীঘিতে বক্তৃতা দিতেন। ‘মানবের আদি জন্মভূমি’ (১৩১৯), ‘ঋগ্বেদের প্ৰকৃতাৰ্থবাহী’ (১৩১৮), ‘জাতিতত্ত্ববারিধ’ প্রভৃতি বাংলা ও সংস্কৃত গ্ৰন্থ রচনা করেন। ‘মন্দারমালা’ নামে একটি সংস্কৃত পত্রিকা চালাতেন। কিছুদিন সংস্কৃত কলেজের লাইব্রেরিয়ান ছিলেন। ময়মনসিংহে আইন ব্যবসায় করতেন। ‘আরতি’ নামে একটি পত্রিকা (১৩১৭ – ১৮ ব.) সম্পাদনা করেন।
পূর্ববর্তী:
« উমেশচন্দ্র দত্তগুপ্ত
« উমেশচন্দ্র দত্তগুপ্ত
পরবর্তী:
উমেশচন্দ্ৰ চক্রবর্তী, ডাঃ »
উমেশচন্দ্ৰ চক্রবর্তী, ডাঃ »
Leave a Reply