উমা বসু, হাসি (২২.১.১৯২১—২২.১.১৯৪২) ঢাকা। পিতা ধারণীকুমার খ্যাতনামা স্থপতি ও কলিকাতা কপোরেশনের কাউন্সিলার ছিলেন। এককালে গানের জগতে সাড়া জাগিয়েছিলেন। প্রথম জীবনে হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা করেন। পরবর্তী কালে দিলীপকুমার রায়ের সংস্পর্শে তার সঙ্গীত-প্রতিভা পূৰ্ণমাত্রায় বিকশিত হয়। হায়দ্রাবাদের স্যার আকবর হায়দরির সভাকবি আমজদের গজল গেয়ে তিনি দক্ষিণ ভারতে প্ৰভূত জনপ্রিয়তা অর্জন করেন। দিলীপকুমারের ব্যবস্থাপনায় ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে গান শিখে তাঁর কণ্ঠ আরও পরিশীলিত হয় এবং সমগ্ৰ ভারতে তিনি অনন্যসাধারণ কণ্ঠশিল্পিীরূপে পরিচিত হন। ১৩ বছর বয়সে গাওয়া রবীন্দ্রনাথের দুটি গান-’সেই ভাল, সেই ভাল’ এবং ‘তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙ্গাও’ দিনেন্দ্ৰনাথ ঠাকুরের তত্ত্বাবধানে রেকর্ড করা হয়। দিলীপকুমারের রচিত ও সুরারোপিত গানগুলি শিখে তা প্ৰায় সবই রেকর্ড করে গেছেন। মহাত্মা গান্ধী তার সঙ্গীতে মুগ্ধ হয়ে তাকে ‘নাইটিঙ্গেল অব বেঙ্গল’ নামে আখ্যাত করেন। ওস্তাদ ফৈয়াজ খাঁ, স্বনামধন্য গায়িকা তথা বাইজী কেশরীবাঈ ও মোতিবাঈয়ের কাছেও তিনি উচ্চপ্ৰশংসা পান। মাত্র ২১ বছর বয়সে তার মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« উমা দেবী
« উমা দেবী
পরবর্তী:
উমাচরণ মুখোপাধ্যায় »
উমাচরণ মুখোপাধ্যায় »
Leave a Reply