উমাপতি গাঙ্গুলী, ডাঃ (১৩২০ – ১৮.৯.১৩৭৬ বৰ্ণ)। ডা. ইউ. পি. গাঙ্গুলী নামে সমধিক পরিচিত। খ্যাতনামা চিকিৎসক। এনামেল শিল্পেও বিশেষজ্ঞ ছিলেন। আচার্য প্ৰফুল্লচন্দ্রের নির্দেশে এনামেল শিল্পের উন্নতিকল্পে ‘বেঙ্গল এনামেল’ প্রতিষ্ঠা করেন। তার অক্লান্ত চেষ্টায় প্রতিষ্ঠানটি ভারতের বৃহত্তম ও এশিয়ার আধুনিকতম সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।
পূর্ববর্তী:
« উমাচরণ শেঠ
« উমাচরণ শেঠ
পরবর্তী:
উমাপতি ধর »
উমাপতি ধর »
Leave a Reply