উমাচরণ শেঠ (এপ্রিল ১৮১৬ – জুন ১৮৮৮) জোড়াসাঁকো-কলিকাতা। ১৮৩৫ খ্রী. প্রতিষ্ঠিত কলিকাতা মেডিক্যাল কলেজের প্রথম পরীক্ষায় (১৮৩৮) চারজন কৃতকার্য ছাত্রের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেন। সেজন্য লর্ড অকল্যান্ড তাকে একটি সোনার ঘড়ি পুরস্কার দেন। অপর তিনজন কৃতকার্য ছাত্ৰ–দ্বারকানাথ গুপ্ত, রাজকৃষ্ণ দে ও নবীনচন্দ্ৰ মিত্র। কলিকাতা মেডিক্যাল কলেজে প্ৰথম শব-ব্যবচ্ছেদের দিন (২৮.১০.১৮৩৬) এই চারজন ছাত্র শবব্যবচ্ছেদকারী মধুসূদন গুপ্তের সহকারী ছিলেন। ১৬ ফেব্ৰু ১৮৩৯ খ্রী। তিনি সরকারী কাজে নিযুক্ত হন। ৩৪ বছরের সরকারী চাকরিতে তিনি বর্ধমান, কানপুর, গাজীপুর, মির্জাপুর, নৈনিতাল, ফতেপুর প্রভৃতি বিভিন্ন স্থানে কাজ করেছেন।
পূর্ববর্তী:
« উমাচরণ মুখোপাধ্যায়
« উমাচরণ মুখোপাধ্যায়
পরবর্তী:
উমাপতি গাঙ্গুলী, ডাঃ »
উমাপতি গাঙ্গুলী, ডাঃ »
Leave a Reply