উবাইদুল্লাহ, মৌলবী (১৮৩৪–১৮৮৬) ঢাকা। আমীনুদ্দীন সুহরাওয়াদী। ঢাকা মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট, ভাইসরয়ের লেজিসলেটিভ কাউন্সিলের অনুবাদ-বিভাগের হেড মুনশী (১৮৬৪) এবং হুগলী কলেজের অ্যাংলো-অ্যারাবিক অধ্যাপক ছিলেন। ইংরেজী, আরবী ও ফারসী ভাষায় তার রচিত বহু গ্ৰন্থ আছে। আরবী ও ইংরাজী-আররী ব্যাকরণ রচনা করেন। রাজনীতিবিদ হোসেন শহীদ সুহরাওয়াদী তাঁর দৌহিত্র।
পূর্ববর্তী:
« উপেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়
« উপেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়
পরবর্তী:
উমা দেবী »
উমা দেবী »
Leave a Reply