উপেন্দ্ৰনাথ মুখোপাধ্যায় (২৮২-১৮৬৮-৩১-৩, ১৯১৯) কলিকাতা। পূৰ্ণচন্দ্ৰ। ‘সাপ্তাহিক বসুমতী’ (২৫৯৮-১৮৯৬) ও ‘দৈনিক বসুমতী’ (৬৯৮-১৯১৪) পত্রিকার প্রতিষ্ঠাতা। কিন্তু তার প্রধান কৃতিত্ব জনসাধারণের মধ্যে মহৎ সাহিত্য প্রচারের প্রচেষ্টায় ‘বসুমতী সাহিত্য মন্দির’-এর প্রতিষ্ঠা ও এই সংস্থার মাধ্যমে প্রসিদ্ধ গ্রন্থকারগণের গ্রন্থাবলীর সুলভ সংস্করণ প্রকাশনা। ‘সাহিত্য’ পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। ‘সাহিত্যকল্পদুম’ পত্রিকার সম্পাদনা এবং কয়েকটি ধর্মগ্রন্থ প্রকাশ করেন। সম্পাদিত গ্ৰন্থ : ‘হিন্দু সমাজের ইতিহাস’, ‘রাজভাষা’, ‘পাতঞ্জল দৰ্শন’, ‘কালিদাসের ‘, ‘কথাসরিৎসাগর (কমলকৃষ্ণ স্মৃতিতীর্থসহ), ‘রামমোহন গ্রন্থমালা’ ইত্যাদি। শ্ৰীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য ছিলেন।
পূর্ববর্তী:
« উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মচারী, স্যার
« উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মচারী, স্যার
পরবর্তী:
উবাইদুল্লাহ, মৌলবী »
উবাইদুল্লাহ, মৌলবী »
Leave a Reply