উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মচারী, স্যার (৭-৬-১৮৭৩ – ৬-২৭-১৯৪৬)। জামালপুরে জন্ম। নিবাস-হুগলী মহেশতলা। রেলওয়ের ডাক্তার নীলমণি। কালাজ্বরের ঔষধ ইউরিয়া স্টিবামাইন’-এর আবিষ্কারক। ১৮৯৩ খ্রী. গণিতে প্ৰথম শ্রেণীর অনার্সসহ বি-এ, ১৮৯৪ খ্রী. রসায়নে এম. এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম ও ১৮৯৮ খ্রী. মেডিসিন ও সার্জারীতে প্ৰথম স্থান অধিকার করে এম.বি. পাশ করেন এবং গুডিভ ও ম্যাকলাউড পদক পান। ১৯০২ খ্রী. এমডি ও ১৯০৪ খ্রী. শরীরতত্ত্বে পি-এইচ.ডি. উপাধি এবং কোটুস পদক, গ্রিফিথ পুরস্কার ও মিন্টো-পদক পান। ১৯০৫ খ্রী. থেকে ১৯২৩ খ্রী. পর্যন্ত ঢাকা মেডিক্যাল স্কুলে প্যাথলজী ও মেটিরিয়া মেডিকার শিক্ষক ছিলেন। আই. এম. এস. না হয়েও ১৯২৩ খ্রী. কলিকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক নিযুক্ত হন। ১৯২৭ খ্ৰী. সরকারী কাজ থেকে অবসর নিয়ে কারমাইকেল মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়নেরও অধ্যাপক ছিলেন। ম্যালেরিয়া, ব্ল্যাকওয়াটার ফিভার এবং সাধারণভাবে রসায়নশাস্ত্ৰ বিষয়ে বিস্তৃত গবেষণাও করেছেন। চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে রচনাবলীর মধ্যে ‘ট্রিটিজ অন কালাজ্বর বিখ্যাত। বিলাতের রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের সভ্য, ইন্দোরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের (১৯৩৬) সভাপতি ও বহু প্ৰতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৩৪ খ্রী. ‘নাইট’ উপাধি পান। ‘ব্ৰহ্মচারী রিসার্চ ইনস্টিটিউড’ স্থাপন করে দেশী ঔষধ প্ৰস্তুতের চেষ্টায় কৃতকার্য হন।
পূর্ববর্তী:
« উপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়
« উপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
উপেন্দ্ৰনাথ মুখোপাধ্যায় »
উপেন্দ্ৰনাথ মুখোপাধ্যায় »
Leave a Reply