উপেন্দ্ৰনাথ গঙ্গোপাধ্যায় (১২.১০.১৮৮১ – ৩০.১.১৯৬০) ভাগলপুর। মহেন্দ্রনাথ। বি.এল. পাশ করে ভাগলপুরে ওকালতি শুরু করেন। পরে ওকালতি ত্যাগ করে সাহিত্য-সেবায় আত্মনিয়োগ করেন। তারই সম্পাদনায় অন্যতম প্ৰথম শ্রেণীর মাসিক পত্রিকা ‘বিচিত্ৰা’ প্ৰকাশিত হতে থাকে (১৯২৫–৩৭)। পরে আট বছর কাল ‘গল্পভারতী’র সম্পাদক ছিলেন। মাত্র বারো বছর বয়সে তার প্রথম রচনা প্ৰকাশিত হয়। প্ৰথম গল্পগ্রন্থ ‘সপ্তক’ (১৯১২)। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘রাজপথ’, ‘দিকশূল, ‘অন্তরোগ’, ‘স্মৃতিকথা’ (চার খণ্ড) প্রভৃতি। সাহিত্যকীর্তির স্বীকৃতি হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ১৯৫৫ খ্রী. ‘জগত্তারিণী স্বর্ণপদক’ প্ৰদান করেন। এ ছাড়াও দিল্লী বিশ্ববিদ্যালয়ের ‘নরসিংদাস পুরস্কার’ (১৯৫৮) এবং ‘আনন্দবাজার পুরস্কার’ (১৯৬০) পান। ১৯৫৮ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ‘লীলা বক্তৃতা দেন। সাহিত্যিক শরৎচন্দ্ৰ তার ভাগিনেয়।
পূর্ববর্তী:
« উপেন্দ্ৰকিশোর রায়চৌধুরী
« উপেন্দ্ৰকিশোর রায়চৌধুরী
পরবর্তী:
উপেন্দ্ৰনাথ ঘোষাল, ডঃ »
উপেন্দ্ৰনাথ ঘোষাল, ডঃ »
Leave a Reply