উপেন্দ্ৰকিশোর রায়চৌধুরী (১২.৫-১৮৬৩-২০১২ ১৯১৫) : মসুয়া-ময়মনসিংহ। কালীনাথ। পূর্বনাম-কামদারঞ্জন। পাঁচ বছর বয়সে পিতৃব্য হরিকিশোরের দত্তকপুত্র হিসাবে নূতন নামকরণ হয় উপেন্দ্ৰকিশোর। ১৮৮০ শ্ৰী, প্ৰবেশিকা পাশ করে প্রথমে কলিকাতা প্রেসিডেন্সী কলেজ ও পরে ১৮৮৪ খ্রী. মেট্রোপলিটান ইনস্টিটিউট থেকে বি.এ পাশ করেন। এই বছরেই ব্ৰাহ্মসমাজে যোগদান করেন এবং ব্ৰাহ্মনেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়-এর জ্যেষ্ঠা কন্যা বিধুমুখী দেবীকে বিবাহ করেন। ১৮৮৩ খ্রী. ছাত্রাবস্থায় ‘সখায় তাঁর প্রথম রচনা প্রকাশিত হয়। শিশু ও কিশোরদের উপযোগী ভাষায় ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনী এবং কিশোরোপযোগী বৈজ্ঞানিক কাহিনী রচনার দ্বারা শিশু-সাহিত্যের নানা দিকনির্দেশ করেন। তাঁর রচিত ‘ছেলেদের রামায়ণ’, ‘ছেলেদের মহাভারত’, ‘সেকালের কথা’, ‘টুনটুনির বই’, ‘গুপী গাইন ও বাঘা বাইন’ প্রভৃতি গ্রন্থে নানা বিচিত্র চরিত্রের সমাবেশ লক্ষণীয়। ১৯১৩ খ্রী. ‘সন্দেশ’ পত্রিকা প্ৰকাশ করে জ্ঞান-বিজ্ঞান ও কৌতুকরসে তরুণচিত্তে এক নূতন জগৎ সৃষ্টি করেছিলেন। এক কথায় তিনি বাংলা শিশু-সাহিত্যের পথিকৃৎ। সঙ্গীত-জগতেও তার কৃতিত্ব অসাধারণ। পাখোয়াজ, বাঁশি, হারমোনিয়াম, বেহালাবাদন প্রভৃতিতে দক্ষ ছিলেন, কিন্তু বেহালাই তার প্ৰিয় যন্ত্র ছিল। মাঝে মাঝে সঙ্গীত-রচনা ও সুরসৃষ্টি করতেন। তার প্রসিদ্ধ ব্ৰহ্মসঙ্গীত ‘জাগো পুরবাসী’। ‘সাধনা’ ও ‘প্রবাসী’ পত্রিকায় সঙ্গীতবিষয়ে বহু প্ৰবন্ধ রচনা করেছেন। ডোয়ার্কিন কোং-এর ‘সঙ্গীত-প্ৰকাশিকা’ পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। চিত্রবিদ্যায় অসাধারণ নৈপুণ্য ছিল। সাধারণত নিজস্ব রচনাবলীর ছবি আঁকতেন। ‘হিন্দুস্থানী উপকথায়ী (সীতা দেবী ও শান্তা দেবী সঙ্কলিত) ছবি একেছেন। রবীন্দ্রনাথের দীর্ঘ কবিতা ‘নদী’র উপরেও সাতটি ছবি আছে। অঙ্কিত বিখ্যাত ছবি ‘বলরামের দেহত্যাগ’। তেল রং, জলরং ব্যবহার ও পাশ্চাত্য রীতির পক্ষপাতী ছিলেন। ছোটদের জন্য রচিত গ্রন্থাবলীর চিত্রমুদ্রণ-পদ্ধতির দুর্বলতার জন্যে ‘হাফটোন’-পদ্ধতির গবেষণা করেন। ঐ সময় পাশ্চাত্যেও হাফটোন গবেষণার পর্যায়ে ছিল। গণিতজ্ঞ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী উপেন্দ্রকিশোর দেশীয় গবেষণায় নানাপ্রকার ডায়াফর্ম সৃষ্টি, রে-স্ক্রীন অ্যাডজাস্টার যন্ত্র নির্মাণ, ড়ুয়োটাইপ ও রে-টেন্ট পদ্ধতির উদ্ভাবনে কৃতিত্ব দেখান। তৎকালীন সমস্ত বিখ্যাত বিদেশী কাগজের প্রশংসালাভ করেন। তার প্রতিষ্ঠিত ‘ইউ রায় অ্যান্ড সন্স’ কোম্পানী থেকেই ভারতবর্ষে প্রসেস-শিল্প-বিকাশের সূত্রপাত হয়। তবে আনন্দরসিক শিশুসাহিত্যকরূপেই তিনি স্মরণীয় হয়ে আছেন। তার সন্তানরা-সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায় ও সুবিনয় রায় এবং পৌত্র চিত্রপরিচালক সত্যজিৎ রায়-প্ৰত্যেকেই পরবর্তী কালে শিশু-সাহিত্যে প্রতিষ্ঠা অর্জন করেছেন।
পূর্ববর্তী:
« উপেন্দ্ৰকিশোর রায়
« উপেন্দ্ৰকিশোর রায়
পরবর্তী:
উপেন্দ্ৰনাথ গঙ্গোপাধ্যায় »
উপেন্দ্ৰনাথ গঙ্গোপাধ্যায় »
Leave a Reply