উপেন্দ্ৰকিশোর রায় (১৮৯১–২৬-১১-১৯৬৫) চাপাই-ময়মনসিংহ। ভবানীকিশোর। বিধু ছদ্মনামে কিশোর বয়স থেকে যুগান্তর গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন। কলেজে পড়ার সময় ১৯১৬ খ্রী. সি. আই. ডি. পুলিস ইনস্পেক্টর মধুসূদন ভট্টাচার্যের হত্যা মামলায় ধৃত হলেও প্রমাণাভাবে মুক্তি পান। আবার ১৯১৮–১৯২০ খ্রী–বিনাবিচারে আটকাবন্দী ছিলেন। পরে ফরোয়ার্ড ব্লকে যোগদান করেন। ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়’ আন্দোলনে যোগ দেন ও ময়মনসিংহে ধরা পড়ে চার বছর কারারুদ্ধ থাকেন।
পূর্ববর্তী:
« উপেন্দ্রনাথ সেন
« উপেন্দ্রনাথ সেন
পরবর্তী:
উপেন্দ্ৰকিশোর রায়চৌধুরী »
উপেন্দ্ৰকিশোর রায়চৌধুরী »
Leave a Reply