উদ্ধারণ দত্ত (১৪৮১–১৫৩৮) সপ্তগ্রাম–ত্রিবেণী। শ্ৰীকর। পৈতৃক বিপুল সম্পত্তির অধিকারী হয়ে বাঙলার নবাব হোশেন শা’র কাছ থেকে জমিদারী ক্রয় করে ঐ স্থানের নাম ‘উদ্ধারণপুর’ রাখেন। নিজ গ্রামের সুবৰ্ণ বণিকদের নেতা ও নিত্যানন্দ প্রভুর প্রিয় শিষ্য তিনি দ্বাদশ গোপালের অন্যতম ও উদ্ধারণপুরের গৌর–নিতাই মূর্তির প্রতিষ্ঠাতা ছিলেন। নিত্যানন্দ শেষ-জীবনে উদ্ধারণপুরে (কাটোয়ার উত্তরে) বসবাস করেন।
পূর্ববর্তী:
« উত্তমকুমার
« উত্তমকুমার
পরবর্তী:
উদয়চরণ আঢ্য »
উদয়চরণ আঢ্য »
Leave a Reply