উদয়নাচাৰ্য ভাদুড়ী (১২শ শতাব্দী) নিসিন্দা–বগুড়া। বৃহস্পতি আচার্য। কল্পক ভট্টের নিকট দর্শনশাস্ত্ৰ অধ্যয়ন করেন। তিনি বৌদ্ধদের বিচারে পরাভূত করে ‘কুসুমাঞ্জলি’ নামক গ্রন্থে ব্ৰহ্মতত্ত্বের প্রকাশ ও আস্তিকতা প্ৰতিপন্ন করেন। তার রচিত ‘কুসুমাঞ্জলি’ ও ‘কিরণাবলী’ গ্রন্থদ্বয় বঙ্গদেশের দার্শনিক পণ্ডিতমহলে সাদরে গৃহীত হয়। বৌদ্ধমতখণ্ডনকারী ‘আত্মবিবেক’ নামক ধর্মগ্রন্থ ও ‘তাৎপর্যপরিশুদ্ধি’ নামক টীকাও রচনা করেন। রাজশাহীর তাহিরপুর ও চৌগ্রামের রাজবংশ তারই বংশধর।
পূর্ববর্তী:
« উদয়চরণ আঢ্য
« উদয়চরণ আঢ্য
পরবর্তী:
উদয়শঙ্কর »
উদয়শঙ্কর »
Leave a Reply