উত্তমকুমার (৩.৯.১৯২৬—২৪.৭.১৯৮০) বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় রোমান্টিক নায়ক। প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। দরিদ্র পরিবারে জন্ম। পোর্ট কমিশনার অফিসে চাকরি করতেন। ১৯৪১ খ্ৰী. তার প্রথম ছবি ‘দৃষ্টিদান’। পঞ্চাশের দশকের গোড়ায় ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে তিনি সাড়া জাগান। নায়িকা সুচিত্রা সেন। তখন থেকেই উত্তম-সুচিত্রা জুটি বাংলা ছবিতে দর্শক আকর্ষণ করতে থাকে। বোম্বের চটকদার হিন্দী ছবির কাছে বাংলা ছবি যখন মার খাচ্ছিল, তখন তার জনপ্ৰিয়তা বাংলা ছবিকে অনেকখানি রক্ষা করতে পেরেছে। সুচিত্রা সেন ছাড়া কলিকাতা ও বোম্বের বহু খ্যাতনামী নায়িকার সঙ্গেও তিনি অভিনয় করেছেন। শতাধিক ছবির মধ্যে কিছু হিন্দী, অধিকাংশই বাংলা। রঙ্গমঞ্চ ও যাত্রাতেও তিনি তার অভিনয়-প্ৰতিভার স্বাক্ষর রেখে গেছেন। কয়েকটি চিত্র তিনি পরিচালনাও করেন। শিল্পী সংসদের হয়ে তার পরিচালিত ‘বনপলাশীর পদাবলী’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। হিন্দী ছবি ‘ছোটি সে মুলকাত’-এর প্রযোজক-পরিচালক ছিলেন। সঙ্গীত পরিচালনায়ও তার দক্ষতা ছিল। অভিনেত্রী সঙ্ঘ ও শিল্পী সংসদের প্রথম সভাপতি। অভিনেতা তরুণকুমার তাঁর অনুজ।
পূর্ববর্তী:
« উজীর সরকার
« উজীর সরকার
পরবর্তী:
উদ্ধারণ দত্ত »
উদ্ধারণ দত্ত »
Leave a Reply